চট্টগ্রাম: মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এফবিসিসিআই অধিভুক্ত) এর বার্ষিক সাধারণ সভা শনিবার (৯ আগস্ট) নগরের আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরেন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন শাখাওয়াত হোসেন৷ বিগত বছরের অর্থ-বিষয়ক কার্যবিবরণী তুলে ধরেন ফিন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ।
সভায় মেরিন সার্ভে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।
নতুন কমিটিতে ক্যাপ্টেন শাখাওয়াত হোসেনকে প্রেসিডেন্ট, ক্যাপ্টেন মনুচেহের মোহাম্মদ ইকবালকে ভাইস প্রেসিডেন্ট, ক্যাপ্টেন মোহাম্মদ আবু নাসেরকে জেনারেল সেক্রেটারি, মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামানকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, মেরিন ইঞ্জিনিয়ার মনজুর আহমদকে ফাইন্যান্স সেক্রেটারি, মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তারেককে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি, ক্যাপ্টেন আনিস আহমেদ খান, ক্যাপ্টেন নাঈমুল হক ও ক্যাপ্টেন মো. আব্দুল বাতেনকে মেম্বার করে কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
এছাড়া ঢাকা ও খুলনা অঞ্চলের জন্য ক্যাপ্টেন সৈয়দ আমির আহমদ এবং ক্যাপ্টেন শেখ তোসাদ্দেক হোসেনকে কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোনীত করা হয়।
মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দেশের জাতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিপিং সেক্টরে নিয়মিতভাবে জাহাজের জরিপকার্য পরিচালনা করে বৈদেশিক মুদ্রা সমৃদ্ধিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসি/টিসি