ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বোর্ডে ৬৬৯ জনের এসএসসির ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, আগস্ট ১০, ২০২৫
চট্টগ্রাম বোর্ডে ৬৬৯ জনের এসএসসির ফল পরিবর্তন

চট্টগ্রাম: ২০২৫ সালে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে জন্য আবেদনকারী ৩২ হাজার ৩০৭ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এছাড়া পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী।

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০৮ জনে।
 

রোববার (১০ আগস্ট) দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।  

তিনি বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।  

এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসাথে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।  

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।