ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার ওসি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, আগস্ট ১৪, ২০২৫
খুলশী থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বন্দরের ঝাউতলা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির সংশ্লিষ্ট সূত্র।  

সিএমপির সূত্রে জানা যায়, সিএমপির কমিশনার হাসিব আজিজ এক অফিস আদেশের মাধ্যমে আফতাব হোসেনকে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত রাখার নির্দেশ দেন।

এর আগে সিএমপির উত্তর জোনের ট্রাফিক পুলিশ জাকির হোসেন রোড থেকে কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে। এ অভিযানের পর ক্ষুব্ধ চালকেরা ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে আক্রমণ করে এবং ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, সড়ক অবরোধ করে অভিযান বন্ধের দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) (পিআর) মাহমুদা বেগম বাংলানিউজকে বলেন, পুলিশ কর্মকর্তাদের বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। খুলশী থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে অফিসিয়ালি এখনো কাগজপত্র পায়নি।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।