ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, আগস্ট ২৩, ২০২৫
ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ ...

চট্টগ্রাম: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুচ্ছগ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য স্থানীয় খাল-বিল, পুকুর-ডোবা এবং সরকারি জলাশয়ে ব্যাপকভাবে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম চলছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।