চট্টগ্রাম: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুচ্ছগ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য স্থানীয় খাল-বিল, পুকুর-ডোবা এবং সরকারি জলাশয়ে ব্যাপকভাবে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম চলছে।
এসি/টিসি