ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের এনসিটিতে ড্রাইডকের ২টি মাইলফলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, সেপ্টেম্বর ২, ২০২৫
বন্দরের এনসিটিতে ড্রাইডকের ২টি মাইলফলক

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি সদ্যবিদায়ী আগস্টে পরপর দুটি মাইলফলক গড়ার মাধ্যমে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিডিএলের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ টিমের কারণে জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, কাস্টমস অ্যাপ্রাইজাল এবং গেট অপারেশনসহ প্রতিটি পর্যায়ে উন্নতি দেখা গেছে।

এ ছাড়াও, বন্দরের সার্বিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে এই প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট এনসিটিতে এক দিনে (২৪ ঘণ্টায়) ৫ হাজার ১৯ টিইইউএস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার হ্যান্ডলিং করে একটি নতুন রেকর্ড গড়ে সিডিডিএল। মাত্র তিন দিন পর গত ৩১ আগস্ট, প্রতিষ্ঠানটি আগের রেকর্ড ছাড়িয়ে একদিনে ৫ হাজার ৬১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে আরেকটি মাইলফলক অর্জন করে।

সামগ্রিকভাবে গত আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৮৭টি কনটেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে, যার পরিমাণ টিইইউএস হিসেবে ১ লাখ ২২ হাজার ৫১৭, যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড।  

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, এনসিটির এমন উল্লেখযোগ্য অগ্রগতি চট্টগ্রাম কন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। সিডিডিএলের এই সফলতা শুধু আমদানি-রপ্তানি খাতেই গতি আনবে না, বরং দেশের ব্যবসাবান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও। বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।