চট্টগ্রাম: সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে পিএইচডি ডিগ্রি প্রদানের বিশেষ কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
এই বিশেষ কনভোকেশনে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, ডীন প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস প্রফেসর ড. ভাস্বতী মিত্র এবং স্কুল অফ ম্যানেজমেন্ট এর হেড অব ডিপার্টমেন্ট প্রফেসর ড. অনুপ ঘোষ।
ড. মো. আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন খাতে অবদান রেখে চলেছেন।
এসি/টিসি