চট্টগ্রাম: অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত বিভিন্ন ধরনের রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার এবং খাদ্যপণ্য তৈরিতে অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে ফিরিঙ্গিবাজারের মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে।
রোববার (৭ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এমন চিত্র দেখা যায়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
তিনি জানান, মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
এআর/পিডি/টিসি