ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিসমিল্লাহ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা, সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, সেপ্টেম্বর ১১, ২০২৫
বিসমিল্লাহ ফুডকে ৩ লাখ টাকা জরিমানা, সিলগালা

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী ছদু চৌধুরী সড়ক সংলগ্ন বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা ও সাময়িক সিলগালা করা হয়েছে।  

অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদন, অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল প্রচুর পরিমাণে ব্যবহার করা, অস্বাস্থ্যকর তেল ব্যবহার এবং সংরক্ষণে অপরিচ্ছন্নতা থাকায় এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিয়মিত বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ, আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

 

একই অভিযানে দেওয়ানহাট এলাকার 'হোটেল সিটি আই' রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং পুরাতন বাসি গ্রিল মাছ-মাংসের সাথে একই ফ্রিজে সংরক্ষণ করায় ১০ হাজার টাকা, দেওয়ানহাট মোড়ের মুসলিম হোটেল ও দরবার ভাতঘরকে ৬ হাজার টাকা, ফারিয়া মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।