ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারার দীঘিতে হাত-পা বাঁধা লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
আনোয়ারার দীঘিতে হাত-পা বাঁধা লাশ  প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের দীঘি থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কানুমাঝির হাট এলাকার একটি দীঘি থেকে লাশটি উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীঘিতে রশি দিয়ে যুবকের হাত-পা বাঁধা ছিল। লাশের কিছু অংশ পানিতে ভেসে ছিল, আর কিছু অংশ পাড়ের কাদায় আটকে ছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।