ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: শেষ দিন মনোনয়ন নিলেন ৮৯৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, সেপ্টেম্বর ১৬, ২০২৫
চাকসু নির্বাচন: শেষ দিন মনোনয়ন নিলেন ৮৯৩ জন

চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ। শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ৮৯৩ জন।



মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।

কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, তৃতীয় দিন মনোনয়ন ফরম বিতরণ করা হয় ৮৯৩টি।
এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করে ৩৭৭ জন এবং হল সংসদ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে ৫১৬ জন। এছাড়া, গত তিন দিনে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ১ হাজার ৬৩ জন। এর মধ্যে ৪৭৪ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে এবং ৫৮৯ জন ছাত্র ও ছাত্রী হল সংসদের বিভিন্ন পদে লড়বেন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। এছাড়া ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।