ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, সেপ্টেম্বর ১৬, ২০২৫
চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান বাগছাসের চবি শাখার সদস্যসচিব আল মাশনূন।

তিনি বলেন, চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে স্বতন্ত্র ভাবে কেউ নির্বাচন করতে চাইলে কোনো বাধা নেই।

 

দলের পক্ষ থেকে স্বতন্ত্রদের সহযোগিতা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে দলের সদস্যের সঙ্গে আলোচনা করবো। তারা একমত হলে অবশ্যই সহযোগিতা করা হবে।

বাগছাস ছাড়াও এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল ও ছাত্রশিবির। আগামীকাল (১৭ সেপ্টেম্বর) সংগঠন দুটি তাদের প্যানেল ঘোষণার কথা রয়েছে।  

জানা গেছে, মঙ্গলবার শেষ হয়েছে মনোনয়ন বিতরণের সময়। বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৪টি এবং প্রতিটি হল সংসদের ১৪টি পদে ভোট হবে। চাকসুর ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর নির্বাচন।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।