চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণের সময় একদিন বাড়ানো হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বর্ধিত দিনে ফরম সংগ্রহ করেছেন আরও ৭৩ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
তিনি জানান, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছে।
এদিকে চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে দেখা দিয়েছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে ক্লাস রুম সব জায়গায় চলছে চাকসু নির্বাচন নিয়ে আলোচনা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, সৎ এবং যোগ্য প্রার্থীই হবেন চবির ২৭ হাজার শিক্ষার্থীর একমাত্র কণ্ঠ।
এমআর/পিডি/টিসি