ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন ১১৬২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, সেপ্টেম্বর ১৭, ২০২৫
চাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন ১১৬২ জন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণের সময় একদিন বাড়ানো হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বর্ধিত দিনে ফরম সংগ্রহ করেছেন আরও ৭৩ জন।

এনিয়ে মোট ১ হাজার ১৬২ জন

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি জানান, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছে।

মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ সময় থাকলেও ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়। আজ (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন সংগ্রহের সময়। বর্ধিত দিনে আরও ৭৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া মোট ৩৭১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন। আশা করছি আগামীকাল শেষ দিনে নির্ধারিত সময়ে বাকিরাও তাদের মনোনয়ন জমা দিতে পারবেন।

এদিকে চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে দেখা দিয়েছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে ক্লাস রুম সব জায়গায় চলছে চাকসু নির্বাচন নিয়ে আলোচনা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, সৎ এবং যোগ্য প্রার্থীই হবেন চবির ২৭ হাজার শিক্ষার্থীর একমাত্র কণ্ঠ।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।