ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিষিদ্ধ দলের লোকেদের বাসা ভাড়া না দিতে কর্ণফুলী থানায় মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিষিদ্ধ দলের লোকেদের বাসা ভাড়া না দিতে কর্ণফুলী থানায় মাইকিং

চট্টগ্রাম: কর্ণফুলী থানায় ভাড়াটিয়াদের তথ্য জমা দেওয়াকে বাধ্যতামূলক ও কর্ণফুলী থানায় নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে নির্দেশনামূলক মাইকিং করতে দেখা গেছে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানার মইজ্জারটেক মোড় পুলিশ বক্সের পাশে সিএনজি অটোরিকশা থেকে এই বিষয়ে মাইকিং করতে দেখা যায়।

বুধবার বিকেলে থেকে পুরো থানায় পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়।  

মাইকিংয়ে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া—বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে।

 

কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া দেওয়া যাবে না। এনআইডি জমা ছাড়া বাসা ভাড়া দেওয়া হলে পরবর্তী যেকোনো অপরাধে বাড়ির মালিককেও দায় নিতে হবে। মাইকিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসে।

 মাইকিংয়ে বলতে শোনা যায়, বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোন ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে কর্ণফুলী থানা।

মাইকিংয়ের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি নতুন নয়, আগে থেকেই চলছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার স্বার্থে এবার এটি আরও জোরদার করা হয়েছে। বাড়ির মালিকরা অনেক সময় অজান্তেই সন্ত্রাসী বা জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দেন। পরে তারা অপরাধ করে পালিয়ে যান।  

তিনি বলেন, মালিকদের নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা জরুরি। সেজন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীর পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়। মাইকিংয়ে আমাদের নির্দেশনাটি ভুলভাবে প্রচার করা হয়েছে।

এমআই /টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।