ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ভবনে মিললো অজ্ঞাত যুবকের লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ২১, ২০২৫
লোহাগাড়ায় ভবনে মিললো অজ্ঞাত যুবকের লাশ  ...

চট্টগ্রাম: লোহাগাড়ার আমিরাবাদে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বটতলী এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ভবনের পেছনে আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে।

তাদের ধারণা, রাতে চুরি করতে গিয়ে তার মৃত্যু হতে পারে।

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।