ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ নেতা সিনাউল হত্যা: যুবলীগ নেতাসহ ৫ জন খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
ছাত্রলীগ নেতা সিনাউল হত্যা: যুবলীগ নেতাসহ ৫ জন খালাস প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার ২৭ বছর আগে সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা সিনাউল হককে গুলি করে হত্যার মামলায় যুবলীগ নেতাসহ ৫ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় দেন।

খালাসপ্রাপ্ত ৫ জন আসামি হলেন, যুবলীগ নেতা টিংকু দত্ত, সালাউদ্দিন, তছলিম উদ্দিন, শাহনেওয়াজ ও মো. হোসেন। এদের মধ্যে টিংকু, সালাউদ্দিন ও তসলিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

অন্য দুই জন পলাতক।  

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ নেতা সিনাউল হক হত্যার মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আজকে (সোমবার) আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।  

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নগরের পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকায় একটি বিয়ের আসর থেকে বের হওয়ার পর ছাত্রলীগ নেতা সিনাউল হককে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ওয়াসিম উদ্দিনসহ তিন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।