চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে চাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।
বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনে সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ হয়েছেন ২৩ জন।
আরিফুল হক সিদ্দিকী জানান, সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই–বাছাই শেষে প্রার্থিতা পুনর্বহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে।
১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে ১০৮৮ জন। এর মধ্যে থেকে ৪২৯ প্রার্থী মমোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এর আগে, রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৬টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, শিবিরসহ ১১টি সংগঠন। সবশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। ৩৪ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ। যার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সাড়ে ২৭ হাজার চবি শিক্ষার্থী।
এমআর/পিডি/টিসি