চট্টগ্রাম: নগরের সিইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের শিল্প পুলিশের পাহারায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনস কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের একটি পক্ষ জানিয়েছে কারখানার কর্মকর্তারা মারধর করেছে।
প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বাংলানিউজকে বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পুলিশের গাড়ি ভাংচুর ও জখম হওয়ার ঘটনার একটি মামলায় তদন্ত করছে পুলিশ। এতে জড়িত সন্দেহে কিছু শ্রমিকের বাড়িতে খোঁজ নিয়েছে পুলিশ। তারা ওই কারখানায় চাকরি করে। এ ঘটনার সঙ্গে সংঘর্ষের বিষয়টি সম্পর্কিত হতে পারে। ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের কারণে আমরা ব্যস্ত। পরে প্যাসিফিক জিন্সের ওই কারখানার ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে বলেন, 'হঠাৎ দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ হয় ও একপর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৭ শ্রমিককে শিল্প পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবে শিল্প পুলিশ।
এআর/পিডি/টিসি