ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, অক্টোবর ১৭, ২০২৫
চমেক হাসপাতালের এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু মিশকাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ মিশকাত মারা গেছেন। মিশকাত, বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বাসিন্দা।

 

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মিশকাত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সোমবার এসি মেরামতের সময় বিস্ফোরণে তিনজন দগ্ধ হন।

চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

গত সোমবার সকালে হাসপাতালের ৭ম তলায় গাইনি ওয়ার্ডের এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে শওকত, মিশকাত ও শাখাওয়াত নামে পিডিবির তিন আউটসোর্সিং টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হন। দগ্ধ তিনজনকেই চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই গুরুতর দগ্ধ শওকত মারা যান।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।