ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুতুব শরিফের সিরাজুল ইসলাম আর নেই

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কুতুব শরিফের সিরাজুল ইসলাম আর নেই ছবি : প্রতীকী

চট্টগ্রাম: কুতুব শরিফ দরবার এন্তেজামিয়া কমিটির সভাপতি ও গাউছে মুখতার হজরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবি মহিউদ্দিন আজমীর (র.)প্রবীণ ভক্ত সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

তিনি এক ছেলে, আট মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদে এশা নগরীর মাঝিরঘাটের বিবি মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 
সিরাজুল ইসলাম মাঝিরঘাট এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ ও মাঝিরঘাট বিবি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। তিনি ধর্মীয়, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসাবে সর্বমহলে সুপরিচিত ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুতুব শরিফ দরবারের শাহজাদা এমএ মুনিরুল মান্নান আল মাদানি (মজিআ), শেখ ফরিদ (মজিআ), অহিদুল আলম (মজিআ), আতিকুল মিল্লাত (মজিআ), ছৈয়দুল মিল্লাত (মজিআ), জিল্লুল করিম (মজিআ),আবদুল করিম (মজিআ), কুতুব শরিফ এন্তেজামিয়া কমিটির সহ-সভাপতি এসএম ইউছুফ, খ ম জাহাঙ্গীর এমপি, রেজাউল হক চৌধুরী মোশতাক, কামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ূন কবির বাবুল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান, কমিটির কর্মকর্তা অধ্যক্ষ সোলায়মান চৌধুরী, একেএম জাফর উল্ল্যাহ, মুজিবুল হক শুক্কুর, অ্যাডভোকেট শফিউল আলম, মো. হারুন, সাবেক কমিশনার আলী বক্স, মাওলানা নুর মোহাম্মদ, ডা. মোহাম্মদ হোসেন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কমিশনার আবদুল বারেক, বিএমএসএ’র চেয়ারম্যান মো. ইব্রাহিম, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিমুল্লাহ বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।