ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে বন্ধ হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
চমেক হাসপাতালে বন্ধ হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবা আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) থেকে বন্ধ হতে চলেছে।  

ডায়ালাইসিস পরিচালনাকারী প্রতিষ্ঠান  স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড এক নোটিশে বিষয়টি জানিয়েছেন।

নোটিশে বলা হয়, গত ২০২০ এবং ২০২১ সালের প্রদত্ত সেবার বিপরীতে কর্তৃপক্ষের নিকট সর্বমোট বকেয়া এতটা বেশী যে, তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আগামী ৫ জানুয়ারী থেকে ডায়ালাইসিস সেবা স্থগিত থাকবে।

 

৫ জানুয়ারি থেকে সেবা নিতে রোগীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি নোটিশে উল্লেখ করে, পরবর্তীতে এ সংক্রান্ত কোনো দায় সেন্ডর কর্তৃপক্ষ বহন করবে না।

এ ব্যাপারে চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. আফতাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমআর/টিসি 
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।