ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেমের সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকের হাতে খুন প্রেমিকা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
প্রেমের সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকের হাতে খুন প্রেমিকা 

চট্টগ্রাম: নগরে পাঁচলাইশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মরিয়ম আক্তার সামিরা (১৭) নামের এক পোশাক শ্রমিক প্রেমিকের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক রাজমিস্ত্রী মো. তারেককে (২০) গ্রেপ্তার করেছে পাচঁলাইশ থানা পুলিশ।

 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।  

এর আগে শুক্রবার (৪ অক্টোবর ) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে মো. তারেককে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ায় শুক্রবার রাত নয়টার দিকে প্রেমিকা সামিরাকে ফোন করে দেখা করার জন্য ডেকে ছিল মো.তারেক। তাদের দেখা হওয়ার পর তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এই সময় সামিরাকে অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে তারেক। এক পর্যায়ে সামিরাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন প্রেমিক মো. তারেক।  

তিনি আরও জানান, হত্যা পর তারেক পালিয়ে যায়। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান আহমদুল হকের কলোনী থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। তারেকের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও সামিরার পরিহিত এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। হত্যার ঘটনায় সামিরার ভাই মো.পারভেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।