আগরতলা (ত্রিপুরা): গত তিন বছর ধরে ভারতের সব ক’টি রাজ্যের মধ্যে স্বেচ্ছা রক্তদানে ত্রিপুরা প্রথম হয়ে আসছে। এ কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মানিক সরকার জানান, ১৫ বছর আগে রাজ্যে যেখানে ১০০ জনে ২২ জনের রক্ত সংগ্রহ হতো, বর্তমানে সেখানে ১০০ জনে ৯৬ জনের রক্ত সংগ্রহ হচ্ছে। রাজ্যের রক্তের চাহিদার সবটাই পূরণ হচ্ছে স্বেচ্ছা দানের মাধ্যমে। ভারতের অনেক বড় রাজ্যেও এমন নজির নেই।
মুখ্যমন্ত্রী জানান, রক্তের কোনো কল-কারখানা নেই, মানবদেহেই এর উৎপত্তি। রক্তদাতাদের আরো এগিয়ে আসার পাশাপাশি সবাই রক্তদানে এগিয়ে আসবেন এবং ৪ শতাংশ ঘাটতি অচিরেই পূরণ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রক্তদানের পাশাপাশি চক্ষুদান, মরনোত্তর দেহদানেও উৎসাহ যোগাতে কাজ করে যাচ্ছে রাজ্য। ত্রিপুরা রক্তদানে এখন প্রথম স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর