আগরতলা (ত্রিপুরা): গত ১ বছরে ত্রিপুরায় ভোটার সংখ্যা বেড়েছে ২ হাজার ৫২২ জন। একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল।
এদিকে, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক রাজ্যের নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার কাজ আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে। চলবে অক্টোবরের ১৯ তারিখ পর্যন্ত।
আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন করার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরায় তাদের কাজ কর্ম শুরু করে দিয়েছে। এসব হচ্ছে তার প্রাথমিক কাজ বলে সূত্র দাবি করেছে।
আশুতোষ জিন্দাল জানান, বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের সচিত্র খরসা ভোটার তালিকা। এখানকার মোট ভোটার ২২ লক্ষ ৭৭ হাজার ৪১৫ জন।
এরমধ্যে ১১ লক্ষ ৬৩ হাজার ৩১৫ জন পুরুষ, নারী ১১ লক্ষ ১৪ হাজার ১০০ জন। রাজ্যের ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ ভোটার সংখ্যা হল পশ্চিম ত্রিপুরা জেলায়। সেখানে ভোটার ৫ লক্ষ ৮৩ হাজার ৭৬১ জন। আর সবচেয়ে কম ভোটার উনকোটি জেলায়। এখানকার ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ১৩২।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল প্রকাশিত সচিত্র খসড়া ভোটার তালিকা কংগ্রেস এবং সিপিআই এমের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
জিন্দাল জানান, কমিশনের নির্দেশ অনুযায়ী ২০১৩ সালের ১ জানুয়ারিকে ভিত্তি বর্ষ ধরে যাদের বয়স ১৮ হয়েছে তারা এ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। যাদের নাম বাদ পড়েছে তারা নাম তোলার জন্য আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
প্রতিনিধি/ জেডএম