আগরতলা (ত্রিপুরা): শিগগিরই রাজ্যে শারীর শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী জানান, শারীরিক শিক্ষক পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
তবে প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১ জন করে শারীরশিক্ষক রাখা বাধ্যতামূলক। চলতি বছরের জুন মাস পর্যন্ত রাজ্য যুব বিষয়ক দপ্তরে ৮০৭ জন শারীরশিক্ষক কর্মরত আছেন। তারা কাজ করছেন বিভিন্ন স্কুলে।
তিনি জানান ১৯৯৭ সালে জুনিয়র ইন্সট্রাক্টর পদে শেষ নিয়োগ করা হয়েছিল। এর পর রাজ্যে আর শারীর শিক্ষক নিয়োগ করা হয় নি।
ক্রীড়া মন্ত্রী আরো জানান রাজ্যের ৩টি জেলায় নতুন স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার কাজ চলছে। এগুলো হল কৈলাশহর, উদয়পুর, আমবাসা। এই স্পোর্টস কমপ্লেক্স গুলি তৈরি হলে নতুন করে আরও শারীর শিক্ষকের প্রয়োজন হবে।
মন্ত্রী জানিয়েছেন, শিগগিরই রাজ্যে শারীর শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু কত জনকে এ কাজে নিয়োগ করা হবে তা জানান নি।
বাংলাদেশ সময়: ০৩৫০ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এনএস/