আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে ফের পাহাড় ধসে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার ত্রিপুরার লংতরাইয়ে বৃষ্টির কারণে পাহাড়ে ধস নেমে রেললাইনে পড়ে। এর ফলেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর পর আগরতলা থেকে শিলচরগামী এক্সপ্রেস ট্রেনটি আমবাসা স্টেশনে পৌঁছালে রেল কর্তৃপক্ষ সেটিকে সেখানেই আটকে দেয়। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। এতেই পাহাড় ধসে পড়ে রেললাইনে।
এদিন আগরতলা থেকে যাওয়া-আসার সবকটি ট্রেন বাতিল করা হয়েছে।
রেল সূত্রে জানা যায়, ধস সরানোর পর ফের রেল যোগাযোগ শুরু হবে। কিন্তু কবে নাগাদ রেল চলাচল আবার শুরু হবে, তা কেউ বলতে পারছেন না।
এদিকে, মঙ্গলবার সকালে আমবাসা স্টেশনে বহু যাত্রী আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের পানীয়জল, শৌচাগারের অভাবে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় আমবাসা স্টেশনে।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর