নয়াদিল্লি: খুচরো বাণিজ্যে বহু-ব্রান্ড পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদনকে যথারীতি ‘সাহসী’ ও ‘মোড় ঘোরানোর মতো সিদ্ধান্ত’ বলে বর্ণনা করল যুক্তরাষ্ট্র। সেইসঙ্গেই তারা বলেছে, ভারতের এই নতুন সংস্কার পদক্ষেপ বিশ্বের বিনিয়োগকারীদের কাছে পাঠাবে ‘যথার্থ বার্তা।
ভারতের অর্থনৈতিক পরিবেশ যে বিদেশি বিনিয়োগকারীদের উপযোগী, এই পদক্ষেপ সেই বার্তাই দেবে বলে মনে করে মার্কিন প্রশাসন।
সোমবার নিউইয়র্কে নবম বার্ষিক ভারতীয় বিনিয়োগ ফোরামে অর্থনৈতিক বিকাশ, শক্তি এবং পরিবেশ সংক্রান্ত মার্কিন আন্ডার সেক্রেটারি রবার্ট অরম্যাটস বলেছেন, খুচরো বাণিজ্য, অসামরিক বিমান পরিবহন এবং বিদ্যুৎ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার ভারত সরকারের ঘোষণা দেশের বিকাশে ‘নতুন আশাবাদ’ নিয়ে এসেছে। এই সংস্কার ভারতকে আরও শক্তিশালী করবে। দক্ষ করে তুলবে। সবার জন্য উন্নয়নের অর্থনীতিকে আরও জোরালোকরবে।
ভারতের আধুনিক অর্থনৈতিক বিকাশের ইতিহাস যখন লেখা হবে, তখন যেদিন এই সংস্কার ঘোষণা করা হয়, সেদিনের উজ্জ্বল করে লেখা থাকবে। দাবি করেছেন অরম্যাটস।
তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীরা সেখানেই বিনিয়োগ করতে চায়, যেখানে রয়েছে বিনিয়োগের পরিবেশ এবং স্বচ্ছতা। যেখানে অনায়াসেই কোনো চুক্তি করা সম্ভব। বিদেশি সংস্থা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সংক্রান্ত বিশ্বব্যাঙ্কের তালিকায় ১৮৩টি দেশের ১৩২। ভারত সরকারের উচিত মার্কিন বিনিয়োগকারীসহ বিদেশী বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশকে আরও সহজ করা।
তিনি আরও বলেন, ‘বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলা উচিত ভারত সরকারের। যে কারণে গত সপ্তাহে খুচরো বাণিজ্যে বহু-ব্র্যান্ড পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদন মোড় ঘোরানোর মতো সিদ্ধান্ত। তারা বাজারের কাছে পাঠিয়েছে যথার্থ বার্তা — বিদেশি বিনিয়োগকারীরা স্বাগত। ”
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর