আগরতলা (ত্রিপুরা): শুক্রবার ত্রিপুরা এসেছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তার সঙ্গে তার স্ত্রী ফেরদৌস মজুমদারও এসেছেন।
আখাউড়া সীমান্তে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজধানী আগরতলার গুণীজনেরা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অভিনয় করবেন রামেন্দু মজুমদার। মঙ্গলবার থেকে আগরতলায় শুরু হয়েছে পাঁচ দিনের রবীন্দ্র নাট্যোৎসব। নজরুল কলাক্ষেত্রে বসেছে এই নাট্য সমারোহের আসর। তাতে অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি নাট্যদল।
এই সমারোহে অংশ নিতেই বাংলাদেশ থেকে শুক্রবার আগরতলায় আসেন সস্ত্রীক রামেন্দু মজুমদার।
রবীন্দ্র নাট্যোৎসবের পাঁচ দিনের মধ্যে সব দিনই রয়েছে বাংলাদেশের নাট্য দলগুলোর উপস্থাপনা। উদ্বোধনী দিনে মঙ্গলবার মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের নাটক ‘আপদ’। দ্বিতীয় দিনে বুধবার রবীন্দ্রনাথের কবিতা আফ্রিকা অবলম্বন করে রচিত নাটক ‘আফ্রিকা’ মঞ্চস্থ হয়। তৃতীয় দিনে বৃহস্পতিবার হয়েছে পুতুল নাটক ‘বিসর্জন’।
চতুর্থ এবং পঞ্চম সন্ধ্যায় থাকছে বাংলাদেশের আরও দুটি নাটক। শুক্রবার ঢাকা থিয়েটারের ‘মুক্তধারা’ এবং শনিবার ঢাকার নাট্যদল মহাকালের পরিবেশনায় নাটক ‘নিশিমন বিসর্জন’ মঞ্চস্থ হবে।
ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র এ উৎসবের উদ্যোক্তা।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর