ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডিজেলের দাম বাড়লেও বাস ভাড়া বৃদ্ধিতে নারাজ মমতার সরকার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২

কলকাতা: ভারত জুড়ে ডিজেলের মূল্য বৃদ্ধি হলেও এখনই বাস ভাড়া বৃদ্ধিতে নারাজ  পশ্চিমবঙ্গ সরকার ৷

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা৷

বৈঠকের পর ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস চালানোয় যে সমস্যা হচ্ছে, সে কথা স্বীকার করে নিয়ে পরিবহনমন্ত্রী বলেন, “পরিস্থিতি খুব জটিল। বাস ভাড়া বাড়ানো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

রাজ্য মন্ত্রীগোষ্ঠীর বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখনই বাস ভাড়া বাড়ছে না ৷তবে, জয়েন্ট কাউন্সিলের প্রস্তাবগুলি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে ”

আন্দোলনের পথে না হেঁটে এবার অন্য কৌশল নিল বাস মালিকরা ৷ সড়কে স্বাভাবিকভাবেই কমবে বাস, সাফ বুঝিয়ে দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস  সিন্ডিকেট ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর নিজেদের মধ্যে বৈঠক করেই পরবর্তী কর্মসূচি স্থির করবে তারা।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।