ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাহরুখ খানকে দিয়ে প্রচার ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
শাহরুখ খানকে দিয়ে প্রচার ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা: উন্নয়নশীল বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে শনিবার উদ্বোধন করা হল পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রচার ভিডিওর ৷

বেঙ্গল লিডস নামের দু’মিনিটের ভিডিওর অন্যতম আকর্ষণ রাজ্যর ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান৷

ভিডিওটি পরিচালকনা করেন অনিরুদ্ধ রায় চৌধুরী৷শান্তনু মৈত্রর সুরে গান গেয়েছেন বলিউডের বাঙালি গায়ক শান ৷

তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা থেকে ম্যানগ্রোভ রাজত্ব সুন্দরবন ৷জঙ্গলমহল থেকে শুরু করে দক্ষিণেশ্বর, কালীঘাট, সেন্ট পলস চার্চ, টিপু সুলতান মসজিদের মতো ধর্মস্থান ৷

বাউলগানের সংস্কৃতি থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ৷উন্নয়নশীল বাংলাকে ঘরে ঘরে পৌঁছে দিতে এবার নয়া মাধ্যম ভিডিও বেঙ্গল লিডস ৷

তথ্য সংস্কৃতি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, দু’মিনিটের এ ভিডিওটি দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন চ্যানেলেও দেখানো হবে৷ সেজন্য তৈরি হচ্ছে মিডিয়া-প্ল্যানও৷ এরপর শিক্ষা, শিল্প, পর্যটন প্রভৃতি ক্ষেত্র নিয়ে আলাদা করে বিজ্ঞাপন তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।