ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নারী নির্যাতন: সরব হলেন দুই কংগ্রেস নেত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় সরব হয়েছেন জাতীয় মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব এবং অসীমা মহানন্দা।

সার্বিক দিক পর্যালোচনার জন্য সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সম্পাদিকা সুস্মিতা দেব ও অসীমা মহানন্দা গতকাল দু’দিনের রাজ্য সফরে এসেছেন।



কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সম্পাদিকা সুস্মিতা দেব অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের শাসনকালে রাজ্যে নারীরা নির্যাতিত, ধর্ষিত হচ্ছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য কয়েকবার মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এ পর্যন্ত রাজ্য পুলিশ প্রশাসনকে মামলাগুলো তদন্তের নির্দেশ দেননি।

সুস্মিতা দেব বলেন, সব রাজ্যেই অপরাধ হচ্ছে। সেসব রাজ্যের সরকার এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়ে তদন্তও করছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

তিনি বলেন, এই সরকার দুর্নীতিগ্রস্থ। এই সরকারের কোনো নিজস্ব কার্য ক্ষমতা নেই। কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য যে টাকা দিচ্ছে সেই টাকাই ব্যয় করে উন্নয়নের ঢাক-ডোল পেটাচ্ছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।