নয়াদিল্লি: তৃণমূলের পর এবার ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের ওপর থেকে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) তাদের সমর্থন তুলে নিল।
এ দলটির লোকসভায় দু’টি আসন রয়েছে।
দলটির সাধারণ সম্পাদক প্রদীপ যাদব গত সোমবার ঝাড়খণ্ডের রাঁচিতে এ ঘোষণা দেন।
দলের লোকসভা সদস্য অজয় কুমার দলের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি তাদের সমর্থন প্রত্যাহারের চিঠি ইতিমধ্যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন।
চিঠিতে তারা বলেছেন, এফডিআই, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভর্তুকি তুলে নেওয়ায় বিপক্ষে তারা। তাই এই সমর্থন প্রত্যাহার।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: এমজেএ