ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার অনুরোধে নয়াচরে কেমিক্যাল হাবের অনুমোদন বাতিল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

কলকাতা: বিগত বাম আমলে প্রস্তাবিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার নয়াচরে কেমিক্যাল হাব প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে বুধবার বাতিল করল ভারত সরকার ।

ভারতের সার মন্ত্রকের পক্ষ থেকে এ প্রকল্পের অনুমোদন বাতিল করে দেওয়ার বিষয়ে চূড়ান্ত প্রস্তাব পেশ করা হবে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।



সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে ২০০৯ সালে হলদিয়ার নয়াচরে কেমিক্যাল হাবের অনুমোদন দেয় কেন্দ্র । এই সময় পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আপত্তি তোলেন তৎকালীন বিরোধী দল তৃণমূল ।

মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি চলতি বছরের মার্চে, নয়াচরে কেমিক্যাল হাব বাতিলের জন্য ফের কেন্দ্রকে চিঠি লেখেন । এরপরই সে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সার ও রয়ায়ন মন্ত্রক ।

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।