ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

নিয়ন্ত্রণ তুলে নেবার পর ভারতে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি

নয়াদিল্লি ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, অক্টোবর ৭, ২০১২

নয়াদিল্লি: ভারতে ভর্তুকি দেওয়া রান্নার গ্যাসের সংখ্যা বছরে ১২টি থেকে কমিয়ে ৬টি বেঁধে দেওয়া হয়েছে আগেই। এরই মধ্যে ইউপিএ সরকার এবার ভর্তুকিপ্রাপ্ত ও ভর্তুকিহীন, দুরকমের রান্নার গ্যাসের দামই বাড়িয়ে দিল।



ভর্তুকিতে দেওয়া ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪৪ শতাংশ অর্থাৎ ১১রুপি ৪২ পয়সা।

কেন এই বৃদ্ধি? এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের ব্যাখ্যা, পেট্রোলিয়াম মন্ত্রণালয় ভর্তুকিতে দেওয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে ডিলারদের কমিশন ২৫ রুপি ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৩৭ রুপি ২৫ পয়সা করার নির্দেশ জারি করেছে। এই বৃদ্ধির পরিমাণ ১১ রুপি ৪২ পয়সা।

এর ফলে, ডিলারদের বাড়তি কমিশনের টাকাটা গ্রাহকদেরই নিজেদের পকেট থেকে দিতে হবে। কলকাতায় ভর্তুকি সমেত প্রতিটি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ৪১৩ রুপি ৷ যা আগে ছিল ৪০১ টাকা ৷

অন্যদিকে ভর্তুকিহীন সিলিন্ডারেও ডিলারদের কমিশন ১২ রুপি ১৭ পয়সা বাড়িয়ে সিলিন্ডার পিছু ৩৮ রুপি করা হল। এর জেরে খোলা বাজারে রান্নার গ্যাসের দাম  সিলিন্ডার পিছু ৮৮৩ রুপি ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৯২১ রুপি ৫০ পয়সা।

একইভাবে পেট্রোল ও ডিজেলের দামও বাড়তে পারে। এক্ষেত্রেও যুক্তি একই অর্থা‍ৎ, পেট্রোল পাম্প ডিলারদের কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত। পেট্রোল ও ডিজেলে ডিলারদের কমিশন লিটারে যথাক্রমে অন্তত ২৩ পয়সা এবং ১০ করে বাড়তে পারে৷

জানা গেছে, ডিলাররা পেট্রোলে ৬৭ পয়সা  ও ডিজেলে ৪২ পয়সা কমিশন বাড়ানোর দাবি তুলেছিল।

ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের মূল্য দাম বাড়ার পর কলকাতায় ৪০১ রুপি থেকে ৪১৩ রুপি, দিল্লিতে ৩৯৯ রুপি থেকে ৪১১ রুপি, মুম্বাইতে ৪২৩ রুপি থেকে ৪৩৫ রুপি,  চেন্নাইতে ৩৮৬.৫০ রুপি থেকে ৩৯৮.৫০ রুপি।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।