ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রেশন দোকানের সংখ্যা বাড়ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৩, অক্টোবর ৭, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রেশন দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে কর্মসংস্থান বাড়ে।

তিনটি জেলায় এ রেশন দোকান বাড়ানো হচ্ছে।

মাওবাদী অধ্যুষিত তিন জেলাকে এর মধ্যে রাখা হয়েছে। মোট ৬৫টি দোকান তৈরি হবে। পুরুলিয়ায় ২৫টি, পশ্চিম মেদিনীপুরে ২২টি এবং বাকুড়ায় ১৮টি রেশন দোকান খোলা হবে। স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা এ দোকানগুলো চালাবেন।

এ ব্যাপারে জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী।

শনিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এর ফলে রেশন দোকানের দুর্নীতি দূর করা সম্ভব হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরাও কাজ পাবেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।