ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচিভুক্ত দেশে বাজেট অনাথ থাকে, আর আইএমএফ বাজেটের পালক পিতা বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (১৫ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'আইএমএফ-এর সময়কাল অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে?' শীর্ষক সংলাপে মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
সুলতানা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
দেবপ্রিয় বলেন, যেসব দেশে আইএমএফের কর্মসূচি চালু আছে সে সব দেশে বৈষম্য বাড়ছে। বাংলাদেশ আইএমএফ-এর কাছে থেকে ৫৭০ কোটি ডলার ঋণ নিচ্ছে। এজন্য বাংলাদেশ বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি শুরু করেছে। এমনিতেই বাংলাদেশে বৈষম্য বেশি, আইএমএফ-এর কর্মসূচি বাস্তবায়নের ফলে বৈষম্য আরও বাড়াবে।
সংলাপে উপস্থিত ছিলেন, সিপিডির সম্মানিত ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও রানা মো. সোহেল এমপি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
জেডএ/এসআইএ