ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের আরও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জুলাই ১৬, ২০২৫
এনবিআরের আরও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফাইল ফটো

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা এনবিআরের দ্বিতীয় সচিব (উপকমিশনার) মুকিতুল হাসান।

তাকে শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশপূর্বক চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় তার (মুকিতুল হাসানের) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক মুকিতুল হাসান এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে এনবিআর চেয়ারম্যান অপসারণ ও রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ায় এর আগে এনবিআরের ২১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে সরকার।

জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।