ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে পুরোনো টেন্ডারের পেঁয়াজ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
হিলি স্থলবন্দর দিয়ে পুরোনো টেন্ডারের পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর: দেশের বাজারে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়াতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু আমদানি শুরুর কিছু দিন পর আবারও বন্ধ হয়ে যায় সেই কার্যক্রম।

 রপ্তানি নিষেধাজ্ঞার ১২ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত সরকারের পুরনো টেন্ডারের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমে যাবে ধারণা করছেন খুচরা ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এর আগে ৮ ডিসেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। এতে রাতারাতি বেড়ে যায় পেঁয়াজের দাম।

বন্দরে পাইকারী পেঁয়াজ ক্রেতা রজিত আলী বলেন, অনেক দিন পরে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি খবর শুনে পেঁয়াজ কিনতে এসেছি। দেখলাম দুই ট্রাক পেঁয়াজ আসছে। কিন্তু পেঁয়াজের অবস্থা ভালো নয়। অনেক পেঁয়াজে গাছ গজিয়েছে। তারপরও ১শ টাকার বেশি কেজি চাচ্ছে। এত টাকা কেজি দরে পেঁয়াজ কিনলে লোকসন গুনতে হবে। তাই পেঁয়াজ না কিনেই ফিরে যাচ্ছি।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে গেল ৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় ফলে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ৭ তারিখের আগে খোলা এলসির পেঁয়াজ রপ্তানিতে সম্মতি প্রকাশ করায় আজ আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আগামী বুধবার (২০ ডিসেম্বর) আরও পেঁয়াজ আমদানি হতে পারে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।