ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতে প্রবাসী আয় এলো ২১০ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
জানুয়ারিতে প্রবাসী আয় এলো ২১০ কোটি ডলার

ঢাকা: চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের জানুয়ারির এ প্রবাসী আয় গত বছরের ডিসেম্বর বা জানুয়ারির তুলনায় বেশি। গত ডিসেম্বরে ১৯৯ কোটি এবং  জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে।

একক মাস হিসেবে জানুয়ারিতে আসা রেমিট্যান্স গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় তলানিতে নামলে নানামুখী উদ্যোগ নেয় সরকার।  

রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কেনা যাচ্ছে। এ কারণে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছে, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসায় এবং অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।  

নতুন সরকার দায়িত্ব নেওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
জেডএ/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।