ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানী মিরপুর কচুক্ষেত এলাকার ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।  

সোমবার (১৪ অক্টোবর) সকালে সাড় ৮ টা থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন।

 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসের তিন থেকে ৪০০ শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের এলাকার গার্মেন্টসগুলো ছুটি দিয়ে দেওয়া হয়। সে সময় অন্য কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন।  

এ সময় মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  

শ্রমিকরা বলেন, ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাক শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, বকেয়া বেতন আদায়ের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তবে এখানে কোনো ভাঙচুরের বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

তিনি বলেন, গার্মেন্টসের মালিক আগামীকালের মধ্যে বেতন পরিষদ করবেন এই আশ্বাস দিয়েছেন। এরপর শ্রমিকরা সড়ক থেকে সরে যান।  

এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ফয়সাল আহমেদ।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।