ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লভ্যাংশ বণ্টনে ব্যর্থ হওয়ায় ৯ কোম্পানির পরিচালককে অর্থদণ্ড  

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
লভ্যাংশ বণ্টনে ব্যর্থ হওয়ায় ৯ কোম্পানির পরিচালককে অর্থদণ্ড  

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বণ্টনে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বণ্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (১০ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বণ্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিগুলোকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদণ্ড করা হবে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ লাখ ৩৫ হাজার টাকা, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিজন পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালকদের মাথাপিছু ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, কৃষিবিদ সিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের প্রতি পরিচালককে ১ লাখ ৯১ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিএসইসি’র ৯২৯ তম কমিশন সভায় ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বণ্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এডভেন্ট ফার্মা লিমিটেড কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ৪ (চার) লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে ৫ (পাঁচ) লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরনের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।