ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিবি ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেলেন মজিবুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
আইসিবি ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেলেন মজিবুর রহমান আইসিবি ইসলামী ব্যাংক

ঢাকা: আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক তাকে এ নিয়োগ দেয়।

এ সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিবি ইসলামী ব্যাংকের যথাযথ  ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আমানতকারীদের আস্থা অক্ষুন্ন রাখার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান নিযুক্ত করা হলো।

তিনি এই দায়িত্ব পালনের করতে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক থেকে বিযুক্ত হবেন।  

আইসিবি ইসলামী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী সফিক বিন আব্দুল্লাহর চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়। এরপর তিনি তার চাকরির মেয়াদ বাড়াতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন। কেন্দ্রীয় ব্যাংক তাকে গত ১৯ নভেম্বর নিয়োগ না দেওয়ার কথা জানিয়ে দেয়। এরপরও তিনি এমডি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এ অবস্থায় গত ১৮ ডিসেম্বর ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা এমডির বিরুদ্ধে বিক্ষোভ করেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজেদের নির্বাহী পরিচালককে আইসিবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।