ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা  প্রতীকী ছবি

ঢাকা: নতুন বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।

রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

জানুয়ারির ১৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৮৮৯ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার। দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।

১৮ দিনে কোনো প্রবাসী আয় আসেনি বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা বাংক,হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক ইন্ডয়া ও উরি ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।