ঢাকা: গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে পড়েছে অর্থনীতিতে। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ছয় মাসে আদায় হয়েছে এক লাখ এক লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দুই হাজার কোটি টাকা কম। আবার লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮ হাজার কোটি টাকা কম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ ৫৭ হাজার ৯৮৮ কোটি ৯০ লাখ টাকা। যেখানে চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে প্রায় এক লাখ ৫৬ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছর এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। যার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
অন্যদিকে গত অর্থবছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ ৫৭ হাজার ৯৮৮ কোটি ৯০ লাখ টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর যেখানে চলতি অর্থবছর একই সময়ে আদায় হয়েছে প্রায় এক লাখ ৫৬ হাজার কোটি টাকা।
রাজস্ব আদায়ের বাড়তি লক্ষ্যমাত্রা ও সরকার পরিবর্তনের আন্দোলনের প্রভাব কারণে রাজস্ব আদায় পিছিয়েছে বলে মনে করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।
এনবিআর-এর তথ্য বলছে, আয়কর, ভ্যাট ও কাস্টমস-এই তিন খাতের মধ্যে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাটের প্রবৃদ্ধি ঋণাত্মক। আয়কর খাতে ছয় মাসে চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৬৭ কোটি ৭৫ লাখ টাকা। আদায় হয়েছে ৫২ হাজার ১৬২ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে গত অর্থবছর একই সময় আদায় হয়েছিল ৫০ হাজার ৮৪৫ কোটি ৪০ লাখ টাকা। এই খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৫৯ শতাংশ।
অপরদিকে কাস্টমস খাতে প্রথমার্ধে ৬১ হাজার ৯৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৮০ কোটি টাকা। যেখানে গত অর্থবছর একই সময় আদায় হয়েছিল ৪৮ হাজার ৭৮৩ কোটি ৮ লাখ টাকা। প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬১ শতাংশ।
ভ্যাট খাতে ৭৬ হাজার ৩১৭ কোটি ৩৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫৫ হাজার ১৭৭ কোটি টাকা। তবে গত অর্থবছর একই সময় আদায় হয়েছে ৫৮ হাজার ৩৬০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ভ্যাট খাতে প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ৫ দশমিক ৪৫ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। যা বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, আর অন্যান্য উৎস থেকে লক্ষ্য ঠিক করা হয়েছে ৬১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
জেডএ/এসএএইচ