ঢাকা: টানা ছয় মাস বৃদ্ধির পর নতুন বছরের প্রথম মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে। জানুয়ারি মাসে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার।
রোবববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় কমে যায়। জুলাইয়ে বেশ কয়েকদিন ব্যাংক ও ইন্টারনেট বন্ধ থাকে। প্রবাসীরাও সরকার পতন আন্দোলনে সংহতি জানিয়ে বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন।
আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতন হলে প্রবাসীরা রেমিট্যান্স বাড়াতে থাকেন। আগস্ট মাসে মাসে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে আসে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার এবং সর্বশেষ জানুয়ারি মাসে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এসেছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারি মাসে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
জেডএ/এমজেএফ