ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পোশাক শিল্পকে এগিয়ে নিতে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন সাইফুর রহমান’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
‘পোশাক শিল্পকে এগিয়ে নিতে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন সাইফুর রহমান’ প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান

ঢাকা: ‘সাইফুর রহমান একজন আলোকিত মানুষ ছিলেন, যিনি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন। দেশের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দুর্বৃত্তায়ন হওয়ার পরও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসিসহ তার মৌলিক সংস্কারের জন্য অর্থনীতিকে বেশ কিছু দূর টেনে নেওয়া গেছে।

তিনি আরো বলেন, তিনি যদিও অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। সাধারণত অ্যাকাউন্টেন্টরা ন্যারো স্কেলে কাজ করে কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম। তার মতো মানুষ আমরা পেয়েছি, এজন্য আমাদের জাতি হিসেবে গর্বিত হওয়া উচিত।

তিনি বলেন, পোশাক শিল্পের এ উন্নয়নের পেছনে সাইফুর রহমানের কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি, সাইফুর রহমানের অর্থনৈতিক চিন্তাভাবনাকে ধারণ করে লালন করে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব।

বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, ‘সাইফুর রহমান একজন আলোকিত মানুষ ছিলেন, যিনি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন। দেশের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। ’

সাবেক অর্থমন্ত্রীর স্মৃতিচারণ করে তিনি বলেন,  ‘একবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জে একটি রাজনৈতিক সভায় যোগদান করেছিলাম। সেখানে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমি রূপগঞ্জে একটি পোশাকপল্লী করতে চাই। প্রধানমন্ত্রী তখন জানতে চান আমি জায়গা দিতে পারব কি না। আমি হ্যাঁ বলি। এরপর প্রধানমন্ত্রী রূপগঞ্জে একটি পোশাকপল্লী করার ঘোষণা দেন। কিন্তু এরপর বিষয়টি আর আগাচ্ছিল না। তখন আমি প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে দেখা করি। তিনি আমাকে বলেন, ‘প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি বলেছেন সেটি রাজনৈতিক বিষয় কিন্তু একজন দরিদ্র দেশের অর্থমন্ত্রী হিসেবে আমার পক্ষে সবসময় রাজনৈতিক বক্তব্যে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা নাও সম্ভব হতে পারে। অর্থনীতি আলাদা বিষয়, এখানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। ’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কাজী ইকবাল বলেছেন, প্রয়াত এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের সেরা অর্থমন্ত্রী। নব্বই দশকের অর্থনীতিতে যে সংস্কারগুলো হয়েছিল তার সবকটিই তার হাত ধরেই হয়েছে। এ সংস্কারগুলো আমাদের দেশের অর্থনীতির জন্য টার্নিং পয়েন্ট ছিল।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।