ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যানজটসহ অন্য সমস্যার সমাধানেও নজর দেব: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
যানজটসহ অন্য সমস্যার সমাধানেও নজর দেব: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট, জনগণের প্রত্যাশা ছিল এই শহরকে যানজট মুক্ত করা। সেই প্রত্যাশার জায়গা থেকেই আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ এগিয়ে এসেছি।

বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে কমিউনিটি পলিশের কার্যক্রমে অংশগ্রহণের জন্য ব্যবসায়িক সংগঠনদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চেক হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

তিনি বলেন, যানজটের পাশাপাশি নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের আরও যে সমস্ত সমস্যা রয়েছে সেইগুলোর দিকেও নজর দেব এবং ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।  

বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের যানজটের দুর্দশা দেখে আমরা ব্যবসায়িক সংগঠনগুলো পাশে এসে দাঁড়িয়েছি। সরকারের পাশে আমরা যেভাবে থাকি নারায়ণগঞ্জের জনগণের পাশে, এখন প্রশাসনের পাশেও আমরা একই ভাবে আছি। যানজট নিরসনের জন্য কমিউনিটি পুলিশের কার্যক্রমের পাশেও রয়েছি।  

এ সময় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।