ঢাকা: বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চলতি দায়িত্ব নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বিমা কোম্পানিতে সিইও হিসেবে কাউকে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৬ মার্চ) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে আইডিআরএ।
নির্দেশনা বলা হয়েছে—
১. মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হলে কেউ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদবি ব্যবহার করতে পারবেন না।
২. মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না। মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদবি কেউ ব্যবহার করতে পারবেন না।
৩. মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া যাবে। এ ধরনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদবি ব্যবহার করতে পারবেন।
৪. মুখ্য নির্বাহী কর্মকর্তা বা মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নিম্নপদে কোনো কর্মকর্তা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে পাঠানো পত্রে সই করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
জেডএ/এমজেএফ