পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নতুন করে ৪২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক ধাপে বাংলাদেশ থেকে এক হাজার ৩৮৬ মেট্রিক টন আলু রপ্তানি করা হলো নেপালে।
রোববার (৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন। এর আগে একই দিন দুপুরে দুটি বাংলাদেশি ট্রাকে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করে থিংকস টু সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান।
আলুগুলো নেপালের ঝাপা বির্তামোদে নামক এলাকায় অপেক্ষা সবজি ভাণ্ডারে পাঠানো হয়েছে বলেও স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র জানিয়েছে।
এদিকে স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বাংলানিউজকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশি পাঁচটি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়। এর পর এ বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ থাকার পর রোববার আবার আলু রপ্তানি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি ট্রাকে ৪২ মেট্রিক টন আলু নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। এগুলো ছিল অ্যাস্টেরিক্স জাতের আলু। এ নিয়ে বন্দর দিয়ে এক হাজার ৩৮৬ মেট্রিক টন আলু নেপালে গেল।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসআই