ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’

ঢাকা: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, এই ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এর আগে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য সচিব।  

ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক ও গৃহস্থালি পণ্য।

এই উৎসব ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।