ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
টানা নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরে

বেনাপোল (যশোর): সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল থাকবে।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।

এসময় তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত নয়দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।  

৬ এপ্রিল (রোববার) পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া ঈদের ছুটির মধ্যে বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা কর্মীদের বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে

বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান জানান, সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতরের নয়দিন ছুটি থাকছে। এসময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও বেনাপোল বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রোববার) থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস কার্যক্রম পুনরায় সচল হবে বলে তিনি জানান।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ঈদুল ফিতরের ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।